আমি কিংবা আমার আমি

"পার হয়ে যায় গরু
পার হয় গাধা
আমি একা তীরে আছি
হাত পা বাঁধা।.."

তবু আমি ভালোবাসি বাংলাদেশ,
ভালোবাসি বাংলা,
ভালোবাসি কবিতা, জীবন, স্বপ্ন, সত্য ও সুন্দর যা কিছু সব...

ভালোবাসি খুব বৃষ্টির শব্দ, পাখি, সকালের রোদ
শিশুর মায়ায়ী হাসি, ফুল কৃষকের মুখ
আর সবুজ ধানক্ষেতের আল বেয়ে হেঁটে যাওয়া বাংলার নারী..
আর ভালোবাসি তাদের, যারা ভালোবাসে আমাকে আর
আমার স্বপ্নকে...

আমি, হ্যাঁ আমি। আমি ইমন রেজা।
নিজের সম্পর্কে যতটুকু জানি তাতে বলা যায় যে, আমি আসলে সাটামাটা আর অন্তর্মূখী স্বভাবের একজন মানুষ। কবিতা ভীষণ ভালোবসি। ভালোবাসি গান, যে কোনো বাঙলা গান। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আর লালনের গান আমার বিশেষ পছন্দের।
একসময় আড্ডাবাজি খুব পছন্দ করতাম। এমনও সময় গেছে প্রায় সারাদিন আড্ডা মেরে কাটিয়ে দিয়েছি। ইদানিং আর আড্ডাবাজি তেমন ভালো লাগছে না। প্রায় সারাক্ষণ বাসায়ই থাকি এখন। এখন আমার সময় কাটে বই আর কম্পুটার নিয়ে। কম্পুটারে বসে বসে যা খুশি তা-ই করে বেড়াচ্ছি।

ইদানিং আমার পড়ার বিষয় Wikipedia'র তথ্যাবলী। জিনিসটা আসলেই জটিল।
পৃথিবীকে জানার কি আসলে শেষ আছে? না শেষ নেই। সুতরাং পৃথিবীকে এবং নিজেকে জানার চেষ্টা'টাই করে যাচ্ছি সারা জীবন ধরে...

Read more...

বিভিন্ন পাতায় আমার সর্বশেষ সংযোজনগুলো দেখুন

This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 Unported License. যাবতীয় লেখার স্বত্ত্বাধীকারী ইমন রেজা ব্লগে প্রকাশিত যে কোনো লেখা যে কোনো মাধ্যমে প্রকাশের অধিকার কেবলমাত্র লেখকের অনুমতি সাপেক্ষে ।
© Imon Reza একজন বোকাসোকা সাধারণ মানুষ, founder of nondon 2009

Back to TOP